করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ২ বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০০:৫৪
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ ঘন্টার ব্যবধানে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন।
শনিবার (২০ মার্চ) ভোর রাত সাড়ে ১২ টা থেকে আড়াই টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার হামিদপুর মীর্জাপুর গ্রামের শেখ ইউসুফ আলীর ছেলে শেখ নজরুল ইসলাম (৬৫) ও কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে শফিউল্লাহ (৭০)।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ ও স্ট্রোক জনিত রোগ নিয়ে গত ১৩ মার্চ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। এদিকে, একই উপসর্গসহ কিডনি ও ডায়াবেটিস রোগ নিয়ে গত ১০ মার্চ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন শফিউল্লাহ। তিনিও ভোর রাত আড়াইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।