তিস্তা রোড মার্চের অংশ হিসেবে পলাশবাড়ীতে বাসদের পথসভা

পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৯:৪৬

তিস্তা রোড মার্চের অংশ হিসেবে পলাশবাড়ীতে বাসদের পথসভা

‘তিস্তাসহ ৪৫টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুভূমি হওয়ার বিপদ থেকে রক্ষা করুন’ শ্লোগানে ঢাকা-তিস্তা ব্যারেজ পর্যন্ত তিনদিন ব্যাপী রোড মার্চের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ ) বিকেলে পৌরশহরের শেখ মোফাজ্জল সুপার মার্কেট চত্ত্বরে গাইবান্ধা জেলা বাসদ এবং বামগণতান্ত্রিক জোট সমন্বয়ক কমরেড গোলাম রব্বানীর সভাপতিত্বে পথসভায় পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তরায় বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের নওগাঁ অঞ্চলের নেতা কমরেড জয়নাল আবেদীন মুকুল, সিরাজগঞ্জ অঞ্চলের নেতা কমরেড নব কুমার কর্মকার ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাস প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক আব্দূল্যা আদিল নান্নু। অন্যান্যদের মধ্যে এসময় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন ও কমরেড বজলুর রশিদ ফিরোজ ছাড়াও গাইবান্ধা, বগুড়া, নাটোর ও জয়পুরহাট অঞ্চলের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top