তিস্তা রোড মার্চের অংশ হিসেবে পলাশবাড়ীতে বাসদের পথসভা
পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৯:৪৬
‘তিস্তাসহ ৪৫টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুভূমি হওয়ার বিপদ থেকে রক্ষা করুন’ শ্লোগানে ঢাকা-তিস্তা ব্যারেজ পর্যন্ত তিনদিন ব্যাপী রোড মার্চের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ ) বিকেলে পৌরশহরের শেখ মোফাজ্জল সুপার মার্কেট চত্ত্বরে গাইবান্ধা জেলা বাসদ এবং বামগণতান্ত্রিক জোট সমন্বয়ক কমরেড গোলাম রব্বানীর সভাপতিত্বে পথসভায় পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তরায় বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের নওগাঁ অঞ্চলের নেতা কমরেড জয়নাল আবেদীন মুকুল, সিরাজগঞ্জ অঞ্চলের নেতা কমরেড নব কুমার কর্মকার ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাস প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক আব্দূল্যা আদিল নান্নু। অন্যান্যদের মধ্যে এসময় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন ও কমরেড বজলুর রশিদ ফিরোজ ছাড়াও গাইবান্ধা, বগুড়া, নাটোর ও জয়পুরহাট অঞ্চলের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।