দামুড়হুদায়
পুলিশের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তকারীদের মোটরসাইকেল ফেলে দৌড়
চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৯:৫৪
চুয়াডাঙ্গা দামুড়হুদা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তকারীরা মোটরসাইকেল ফেলে ভৌঁ দৌড় দিয়েছেন।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় দামুড়হুদা মডেল থানা পুলিশের টহল পার্টির এ এস আই কার্তিক গতকাল রাতে টহল দিচ্ছিলেন। এ সময় টহল পুলিশ কোষাঘাটা মাঝ পাড়ার ইদু মন্ডলের ছেলে আরিফুল ইসলামের বাড়ির নিকট পৌছালে বেশ ক' একজন দূর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়ামা ১০০ সিসি কুষ্টিয়া হ-১১৩৬৬৩ নাম্বারের একটি গাড়ি ফেলে ভৌঁ দৌড় দিয়ে পালিয়ে যায়। সেসময় স্থানীয়দের উপস্থিতে এ এস আই কার্তিক সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগিতায় গাড়িটি থানা হেফাজতে নেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার এ এস আই কার্তিক জানান, প্রতিদিনের মতো আমি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে টহলে ছিলাম। এসময় কোষাঘাটা মাঝের পাড়ার ইদু মন্ডলের বাড়ির নিকট পৌঁছাতে বেশ ক' একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কুষ্টিয়া হ-১১৩৬৬৩ নাম্বার প্লেটের একটি ইয়ামা গাড়ি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাড়িটি থানায় আনা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আঃ খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় টহল চলা কালীন টহল পার্টির এ এস আই কার্তিক কোষাঘাটা নামক স্থানে পৌছালে ক' একজন পুলিশের উপস্থিত টের পেয়ে একটি মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া সকলের নেশা দ্রব্য সেবনের করছিল। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।