শাল্লার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ২০:৪১
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আরও ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ মার্চ) পর্যন্ত ওই ২ মামলায় প্রধান আসামিসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সংবাদমাধ্যমকে জানান, শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত এ মামলার ৩৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেইসবুকে কূটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের হিন্দু পল্লীতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ৮৯টি পরিবারের বসতঘর ও ৭টি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।