যশোরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২

যশোর থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ২০:৫৮

যশোরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২

যশোরে পায়ের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।আটকরা হলেন- হোসেন মিজি ও হোসেন মণ্ডল। শনিবার (২০ মার্চ) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা সংবাদমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরি ঘাটে নিয়ে এসে তারা শরীয়তপুর টু বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিলো।

এনএফ৭১/জেএস/২০২১



বিষয়: যশোর আটক ২


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top