লক্ষ্মীপুরে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় পুলিশের র‌্যালি

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০১:২৮

লক্ষ্মীপুরে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় পুলিশের র‌্যালি

'মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ'-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সচেতনতামূলক র‌্যালি, মাস্ক বিতরণ ও সভা করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) সকালে সদর মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে পৌরসভার সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, পৌর মেয়র আবু তাহের, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, কমিউনিটি পুলিশিং সেল এর জেলা সভাপতি জিয়াউল হুদা আফলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সদর থানা সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এহতেশাম হায়দার বাপ্পী প্রমুখ।

এসময় বক্তারা সবাইকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ছাড়া ঘর থেকে বের না হবার অনুরোধ করেন। পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top