পাবনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে পুলিশের কর্মসূচী পালন
পাবনা থেকে | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০২:১৪
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক পরার অভ্যসে, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে পাবনা জেলা পুলিশ।
রোববার (২১ মার্চ) সকালে এ উপলক্ষে পাবনা পুলিশ লাইনস মাঠ থেকে উদ্বুদ্ধকরণ র্যালি বেড় হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জনসাধারণ কে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। র্যালি শেষে জনসাধারণের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে রোববার থেকে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করবে পুলিশ। তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।