করোনা মোকাবেলায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাস্ক বিতরণ
গোবিন্দগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ২০:১৫
মাস্ক পরার অভ্যেসে করোনামুক্ত বাংলাদেশ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পুলিশের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।
রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় বাস, ট্রাক, অটো, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, বাই সাইকেলের চালক, হেলপার, যাত্রী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন (ওসি তদন্ত) আফজাল হোসেন ও থানা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যগণসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, গাইবান্ধা জেলা জুড়ে করোনা ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় সংক্রমন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা পুলিশের নির্দেশনা রয়েছে। জেলা জুড়ে পুলিশের এই কার্যক্রম চলমান রয়েছে।
নিজে সচেতন হতে ও অন্যকে সচেতন করতে গোবিন্দগঞ্জবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।