• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ বিষয়ক মতবিনিময়

নীলফামারী থেকে | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ০৩:২৩

সৈয়দপুরে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ বিষয়ক মতবিনিময়

নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) সৈয়দপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। হেলিভেটাস বাংলাদেশ’র সহযোগিতায় ডেমোক্রেসিওয়াচের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীমতি মল্লিকা রাণী মহন্ত। ডেমোক্রেসিওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জুলিয়া আক্তার অনুষ্ঠানের সঞ্চালনয় শুভেচ্ছা বক্তব্য ও প্রকল্পের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন আয়োজক সংগঠনের জেলা সমন্বয়ক কামাল হোসেন শা।

অনুষ্ঠানে অপরাজিতাদের মধ্যে অংশ নেন আবিদা সুলতানা, রাশেদা খাতুন, খুরমা বেগম, মোসলেমা খাতুন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নারীদের নিজ কর্মেই পরিচিত হতে হবে। ইচ্ছা থাকলে নারীরা অবশ্যই এগিয়ে যাবে।

রাজনীতিতে অবশ্যই শতকরা ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ থাকা উচিত। তবে আমাদের প্রধান মন্ত্রী এযাবত শতকরা ১৮ ভাগ নারীকে রাজনীতিতে সম্পৃক্ত করতে পেরেছে। এছাড়া নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হলে পরিবারের সহযোগিতা থাকতে হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top