লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২১:৩৫
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন লক্ষ্মীপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ জসীম উদ্দিন। সোমবার (২২ মার্চ) মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
উল্লেখ্য ফেব্রুয়ারী মাসের থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দাড়প্রান্তে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ ও অর্থ পুরস্কার প্রদাণ করা হয়েছে।
মাসিক সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পু্লশি সুপার(সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার(রামগতি সার্কেল) জনাব মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার(রায়পুর সার্কেল) জনাব স্পিনা রানী প্রামাণিক এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ সব থানার অফিসার ও ইনচার্জগণ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, সদর থানায় যোগদানের পর থেকে এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা কাজ করে যাচ্ছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হউক না কেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এ ছাড়া সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।