ভোলায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ভোলা থেকে | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২১:৪০

ভোলায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ভোলায় অতি দরিদ্র ২৫ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের অতি দরিদ্র ২৫ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করে গ্রামীন জন উন্নয়ন সংস্থা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় মাস ব্যাপী প্রশিক্ষণের পর এ গুলো প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস।

গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার।

আরও বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক হুমায়ুন কবীর, পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ জাকির হোসেন। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কবিতা আক্তার ও কুলসুম বেগম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করেন কৃষিবিদ আরাফাত রহমান পলাশ।

অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল। পরে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেয়া হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top