মসজিদ কমিটির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ২০:৩৫

মসজিদ কমিটির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ব্যবসায়ীরা

লক্ষ্মীপুরে সদর উপজেলার মীরগঞ্জ বাজারের মসজিদ কমিটির সভাপতির বিভিন্ন কাজের ব্যাপারে একক সিদ্ধান্ত প্রয়োগে ক্ষুদ্ধ হয়ে উঠেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকালে মীরগঞ্জ বাজারের ব্যাবসীয়ারা একত্রিত হয়ে মীরগঞ্জ বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেন হিরণ এর একক সিদ্ধান্তের ব্যাপারে ক্ষুদ্ধ ও ক্ষোভ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মীরগঞ্জ বাজার কমিটির সভাপতি ওমর ফারুক পোদ্দার, সাধারণ সম্পাদক ডা. খোকন, সহ-সভাপতি শাহাজান মুন্সি, জাহাঙ্গীর, সদস্য খোকন, ব্যবসায়ী সুমন, সামছুল ইসলাম, সাদ্দাম, নুর হোসেন, মোহাম্মদ উল্যাহ্, শাকিলসহ বিভিন্ন ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্য বৃন্দ।

বাজার কমিটির সভাপতি ওমর ফারুক পোদ্দার বিক্ষোভ এর সময় তার বক্তব্যে বলেন, বহু বছর আগ থেকে মীরগঞ্জ বাজারে অবস্থিত মসজিদ এর উন্নয়নে বাজারের ইজারা মসজিদ কমিটির নিয়ন্ত্রণে থাকে। এমনকি ইজারার সমস্ত টাকা মসজিদ এর উন্নয়নে ব্যায় করা হয়। এ মসজিদের পাশে একটি পুকুরও রয়েছে।

এ পুকুরটি ও মসজিদের টয়লেট বাজারের ব্যবসায়ীরা দীর্ঘ বছর থেকে ব্যবহার করে আসছে। কিন্তু মসজিদ কমিটিতে মোবারক হোসেন হিরণ সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। তিনি একক সিদ্ধান্তে পুকুরের পানি নিষ্কাশন করে নেন, এমনকি মসজিদের ওজু খানা ও টয়লেটে তালা লাগিয়ে দেন। এতে আমার বাজারের ব্যবসায়ীরা পুকুর ও টয়লেট ব্যাবহার করতে পারছে না।

এব্যাপারে মসজিদ কমিটির সভাপতির মুঠোফোনে ফোন দিয়ে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top