গাইবান্ধায় গণহত্যা দিবস পালিত

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০০:২২

গাইবান্ধায় গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণ হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতবুলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সরকারি প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠনের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও জেলার সুন্দরগঞ্জ, বিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ির সাদুল্লাপু, পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top