শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঝিনাইদহে পুড়ে গেল ২৫ পান চাষির ১০ বিঘা বরজ

ঝিনাইদহ থেকে | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১৯:৫৪

ঝিনাইদহে পুড়ে গেল ২৫ পান চাষির ১০ বিঘা বরজ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে ২৫ পান চাষির ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।

ওই গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মিঠু মিয়া জানান, দুপুরে দারিয়াপুর গ্রামের ইসাহক এর ছেলে সাহেব আলী তার আগুনে পুড়ে যাওয়া বরজ লাগুয়া জমিতে গমের নাড়া পুড়ানোর জন্য আগুন দেয়। সেই আগুন থেকেই পানবরজে আগুনের উৎপত্তি হয় ।

সেখান থেকে তা মুহুর্তে তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় ওই গ্রামের রাজু মিয়া, ইবাদত হোসেন, রুস্তম আলী, ইশারত আলী, নুর হক, মঞ্জের আলী, বিশারত আলী, নিজাম উদ্দিন, লতিফ হোসেন, সৌরভ আলী, মকছেদ আলীসহ ২৫ জন পান চাষির ১০ বিঘা জমির পান। এতে তাদের সর্বচ্য ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ ও ফায়ার সার্ভিস।

হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান জানান অগুনের ঘটনায় ২৫ জন কৃষকের ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। কৃষি অফিস থেকে সরাসরি সাহায্য করার কোন প্রকল্প নেই। তবে আমরা ভবিষ্যতে প্রণোদনা বা প্রশিক্ষণ দিয়ে ক্ষতিগ্রস্থ এসব কৃষকদের সহযোগিতা করব, মোট কথা আগ্রাধীকার ভিত্তিতে ক্ষতিগ্রস্থ পানা চাষীরাই সকল সুবিধা পাবে ।

কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন, এলাকার অনেক চাষী পরের জমি লীজ নিয়ে পানের চাষ করেছিল, আগুনে তাদের শেষ সম্বলটুকু শেষ হয়ে গেছে, এ অবস্থায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ভিত্তিক প্রকৃত ক্ষতিগ্রস্থ পান চাষিদের সহযোগিতা করার অনুরোধ করছি ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top