লক্ষ্মীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ২০:১৫

লক্ষ্মীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

লক্ষ্মীপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

দিবসের শুরুতে সূর্যদয়ের সাথে সাথে প্রথমে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন বাগবাড়িস্থ গণকবরে পুস্পর্ঘ অর্পণ করে। পরে শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top