• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোপালগঞ্জে নির্মাণাধীন বাড়ীর ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ২১:১৯

গোপালগঞ্জে নির্মাণাধীন বাড়ীর ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জে নির্মাণাধীন বাড়ি ছাদ থেকে পড়ে মো: জাহিদুল ইসলাম (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো: জাহিদুল ইসলাম নীলফামারী জেলার ডেমরা উপজেলা নি:সুন্দর খাতা গ্রামের মো: খবিরুল ইসলামের ছেলে। সে রাজমিস্ত্রী হিসেবে নীলফামারী থেকে গোপালগঞ্জে এসে বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, শহরের নবীনবাগ এলাকায় একটি বাড়ির দোতলার ছাদ সেন্টারিং-এর কাজ করছিলেন শ্রমিক জাহিদুল ইসলাম।

এসময় অসাবধানতাবশত পা পিছলে বাড়ির পাশেই থাকা পাকা সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মো: ফারুক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top