জনগণের সেবাই বাংলাদেশ আ'লীগের আদর্শ
মুকসুদপুর থেকে | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০০:১১
জনগণের সেবাই বাংলাদেশ আ'লীগের আদর্শ। টানা ১২ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের সেবা করে যাচ্ছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত করতে বাংলাদেশ আ'লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানগণ বাংলাদেশে এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এটাই তার বড় প্রমাণ। সারা বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেই প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে মুকসুদপুর পৌরভবন নির্মিত হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নব-নির্মিত ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র মুন্সী আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রনি মিয়া।
মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে মুকসুদপুর পৌর ভবন নির্মিত হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।