রাজশাহীর সড়ক দুর্ঘটনা

সেই বাসচালক গ্রেপ্তার

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ২৩:৫৮

সেই বাসচালক গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় হানিফ পরিবহনের বাসচালক মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস এলাকা থেকে দুপুর ২টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাতে নগরীর কাটাখালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বাদী হয়ে থানায় মামলা করেন। তবে দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক ছিল।

দুর্ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাতে থাকে পুলিশ। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার আসামি চালক আব্দুর রহিমকে এক বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার বেলা পৌনে ২টায় নগরীর কাটাখালী থানার সামনে ঢাকামুখী হানিফ বাসের সঙ্গে রংপুর থেকে রাজশাহীমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ ১৭ জন নিহত হয়েছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top