রাজশাহীর সড়কে ১৭ নিহতের ঘটনায় বাসের চালক গ্রেপ্তার
রাজশাহী থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০১:০৭
রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন ধরে ১৭ জন নিহতের ঘটনায় হানিফ বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার মাহিন্দ্র বাইপাস থেকে কাটাখালি থানা পুলিশ বাস চালককে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
গ্রেপ্তার বাস চালকের নাম আব্দুল রহিম। তিনি উপজেলার বাড়ইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।
গোলাম রুহুল কুদ্দুস বলেন, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় হানিফ বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কাটাখালি থানার এসআই নুর মোহাম্মদ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় ১৭ জনকে হত্যা ও কয়েকজন জখমের অভিযোগ আনা হয়েছে। সেই মামলায় বাস চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, নিহত ১৭ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগার থেকে শোকে হতবিহ্বল স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এর পর লাশ নিয়ে তারা রংপুরের উদ্দেশ্যে রওনা হন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।