নীলফামারীতে শেষ হলও দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা
নীলফামারী থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২৩:০৯
'বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে অনুষ্ঠিত হলও দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা।
রবিবার (২৮ মার্চ) দুপুরে মেলার শেষ দিনে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘রূপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাহাবুবুর রহমান ভুঁইয়া, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল আনোয়ার, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সহ আরও অনেকে।
মেলায় নীলফামারী জেলা পুলিশ, উত্তরা ইপিজেড, এলজিইডি বিভাগ ,সড়ক ও জনপথ বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সরকারী কলেজ, যুব উন্নয়ন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সমাজ সেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জনসাধারণের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।