• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২১:৫৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ মার্চ) বেলা ১২ টায় মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডাঃ আ ফ ম রুহুল হক।

এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস, সিভিল সার্জন ডাঃ হোসাইন শাফায়েত, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সনজয় কুমার সরকার, ডা. কাজী আরিফ, শিশু ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান, কার্ডিওলজি ডা. সুমন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাতক্ষীরা বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে জরুরি বিভাগ, এরপর পিসিআর ল্যাব ও সর্বশেষ করোনারী কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয়েছে। তারা এ সময়, মেডিকেল কলেজ হাসপাতালটি এখন থেকে পূর্ণাঙ্গরুপে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top