পালপাড়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২১:৪২
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রী মিলনমেলা ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ও-ই এলাকার একজন শহীদ মুক্তিযোদ্ধা, ১০ জন মরণোত্তর মুক্তিযোদ্ধা, ৬ জন্য বীর মুক্তিযোদ্ধা ও ১০ জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ৯ জন্য কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
ছাত্র-ছাত্রী মিলনমেলা ফোরামের সভাপতি এমকেএম ফখরুল ইসলাম পেয়ারুর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আবুল কাশেম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, জেলা আওয়ামীলীগের সহ- প্রচার সম্পাদক মনছুর আহম্মেদ, উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধাান শিক্ষক কাজী তোফাজ্জল হোসেন, সাবেক প্রধান শিক্ষক কামাল উদ্দিনসহ সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন সোহেল এবং আবদুস সালাম মাসুদ।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।