হিলি স্থলবন্দরে দুই দিন পর আমদানি-রপ্তানি শুরু

হিলি থেকে | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ২২:৩৬

ফাইল ছবি

বুধবার ৩১ মার্চ দোল উৎসব ও পবিত্র শবে বরাতের ছুটির পর আজ সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসব ও গতকাল মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবে বরাত এ দু’দিন দুই দেশের সরকারী ছুটি থাকায় এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ ছিল। আজ ৩১ মার্চ বুধবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান গত ২দিন পর আজ আবার বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে, বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম চলছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top