মুকসুদপুরে ইজিবাইক চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মুকসুদপুর গোপালগঞ্জ থেকে: | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ০১:০০
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বরইতলা বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয় । এ মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার শতশত লোক অংশগ্রহণ করে । মানববন্ধন শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয় ।
মিছিল শেষে সমাবেশে দিগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি রেখে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন মাষ্টার প্রমুখ । নিহতের বড় ভাই দেলোয়ার মাষ্টার বলেন, আমার ভাইকে কয়েকদিন আগে নতুন একটি ইজিবাইক কিনে দেয়া হয় । ইজিবাইকের কারনেই আমার ভাইকে পুড়িয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে যায় দুবৃর্ত্তরা । আমি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই ।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।