বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

‘বর্তমান সরকারের আমলে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়নি’

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ০১:৪৫

‘বর্তমান সরকারের আমলে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়নি’

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, ও গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন প্রতিটি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের আমলে একটি মানুষ ও বিনা চিকিৎসায় মারা যায়নি। করোনা কালীন সময়ের সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (৩১ মার্চ) সকালে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

চিকিৎসকদের তিনি আরো বলেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষকে সেবা দিতে হবে।
সেবা প্রত্যাশীদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করবেন। চিকিৎসা নিতে এসে কোন রোগী যেন ফেরত না যায় সে দিকে লক্ষ রাখতে হবে।

এসময় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, মাননীয় সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মাহিবুল হাসান মুকিত, ছারাও সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top