নীলফামারীতে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
নীলফামারী থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ১৭:৫৩
নীলফামারীতে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে যোগ দেন জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীরের সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মেজবাহুল হাসান চৌধুরী।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর বলেন, আমাদের দেশের শিশু আইন ও জাতি সংঘের সনদ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সবাই কে শিশু বলে। এ শিশুদের অনেকে আজ মদ, গাজা, আফিম, পেথেড্রিন, হেরোইন, সিসা ও ইয়াবার নেশায় আসক্ত হচ্ছে। এতে তারা শুধু তাদের জীবন ধ্বংস করছে না, সাথে সাথে ধ্বংস করছে বাবা-মায়ের আশা এবং জাতির আগামী চেতনাকে। তিনি বলেন, এ অবস্থায় পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানকেও ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্বাস্থ্য অফিসার আব্দুল কাদের।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।