গাইবান্ধার সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ
গাইবান্ধার সাদুল্লাপুর থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ১৮:৪৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিতরণ করা হয় কৃষি যন্ত্রপাতি।
এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।
৩১শে মার্চ (বুধবার) সকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলেম ওলামাদের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি বলেন ধর্মের নামে আগুন সন্ত্রাস নাশকতা বন্ধ করতে হবে। ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্মপ্রান মুসলামানদের রুখে দাড়াতে হবে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন বিপ্লব, ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার, সহ-সভাপতি আব্দুল জলিল,এমপির সাদুল্লাপুর প্রতিনিধি ডঃ আনোয়ারুল আজীম, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান স্মৃতি,সুপার জাহিদুল,১১ ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বেলা ২ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ টি গ্রুপের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। এ সময়ে উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবীনেওয়াজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাজানুর , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক জলিল,কৃষক প্রতিনিধি রোটারিয়ান শহিদুল ইসলাম বাবলা,কৃষকলীগের জহুরুল, মতিন,যুবলীগের শাহ মোঃ ফজলুল হক,সেচ্ছাসেবকলীগের এশরাফুল কবিরসহ১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।