তিন বছরে পদার্পণ করল রংপুরের ”আমরাই পাশে”
রংপুর থেকে | প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ২৩:৫০
সততা,নিষ্ঠা,ধৈর্য এবং সেচ্ছাসেবকদের ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে দুই পেরিয়ে তিন বছরে পা দিল "আমরাই পাশে" সংগঠন টি। "আমরাই পেরেছি আমরাই পারবো", "পাশে থেকে ভালোবাসুন অপর কে ভালো রাখুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সংগঠনটির প্রতিষ্ঠাতা আকাশ খান ও ইমরান, সার্বিক আলোচনার মধ্যদিয়ে একই দিনে রক্তদানের মাধ্যমে উদযাপন করেন “আমরাই পাশে” এর প্রতিষ্ঠা বার্ষিকী।
রংপুরে যাত্রা শুরু হয় “আমরাই পাশে” রংপুর পরিবারের। বর্তমানে ”আমরাই পাশে” রংপুর ২০হাজার পরিবারের একটি প্লাটফর্ম। যেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারে। এছাড়া রয়েছে কয়েকটি অনলাইন মেসেঞ্জার গ্রুপ যেখানে ১৫০ এর অধিক একটিভ স্বেচ্ছাসেবক। যারা অসহায় রোগীর রক্তের প্রয়োজনে কাজ করে যাচ্ছে। দীর্ঘ দুটি বছর সততার সাথে পার করে তৃতীয় বছরে পদার্পণ করল “আমরাই পাশে” পরিবার।
সংগঠনের উপদেষ্টা রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, ” ”আমরাই পাশে” একটি সামাজিক সংগঠন। আমি নিজেই এই সংগঠনের বিভিন্ন মানবিক কাজে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করি, এই ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশুনার পাশাপাশি তারা যে মানবতার কর্মী হিসাবে কাজ করে সমাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তা সত্যি প্রশংসার দাবি রাখে।”
গ্রুপের পৃষ্ঠপোষক মোঃ লোকমান হোসেন বলেন, “আমরাই পাশে রংপুর গ্রুপ কে সময় শ্রম মেধা দিয়ে পৃষ্ঠপোষকতা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারন মানবিক কাজ সবাই করতে পারে না। আর্তমানবতার সেবায় নিজেকে জড়িয়ে অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে চাই আজীবন।”
এদিকে ”আমরাই পাশে” রংপুর গ্রুপের উপদেষ্টা বিশিষ্ঠ সংগীত শিল্পী অন্তর রহমান বলেন, ”শুরু থেকে সংগঠনের সাথে আছি, মানবিক কাজ করাই আমার নেশা, আমরাই পাশে একটি কলিজার সংগঠন, সারাজীবন সংগঠনের পাশে থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষের কাজ করতে চাই।”
সংগঠনের প্রতিষ্ঠাতা আকাশ খান বলেন, “ এই দীর্ঘ একটি বছর পথ চলায় যারা প্রত্যক্ষ, পরোক্ষ ভাবে এপিআর কে কে সহযোগিতা করছেন তাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা। এই পরিবার সকলের ভালোবাসায় এভাবেই এগিয়ে যেতে চাই। অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করাই সংগঠনের লক্ষ।”
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রংপুর আমরাই পাশে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।