শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চিরিরবন্দরে লোহার খনির খনন কাজের উদ্বোধন

দিনাজপুর পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ০২:৪৩

চিরিরবন্দরে লোহার খনির খনন কাজের উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দরে একটি নতুন লোহার খনি পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) সম্ভাব্য খনির অবস্থান চিহ্নিত করে খনন কাজ শুরু করেছে।

শুক্রবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি‘র) মহাপরিচালক যুগ্নসচিব ড. মো. শের আলী খনন কাজের উদ্বোধন করেন। এসময় কূপ খনন কাজের দলপ্রধান হিসেবে উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. মাসুম রানা, উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মোঃ মিনহাজুল ইসলাম, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মোঃ নাজমুল হোসেন খান, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মঞ্জুর আহমেদ এলাহী, সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. রোকনুজ্জামান, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রইস উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের কেশবপুর মৌজায় জনৈক কেবার মোল্লার জমিতে এ খনি চিহ্নিত করেছে জিএসবি। প্রথম তিন মাস কূপ খনন করে খনিজ সম্পদের অনুসন্ধান কাজ চলবে। নতুন খনিতে লোহার কাঁচামাল আকরের পুরুত্ব অনেক বেশি হওয়ায় লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন তারা। খনন কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এলাকাটিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে সাইনবোর্ডও লাগানো হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top