রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

তরুণ কণ্ঠশিল্পী রব্বানির নতুন গান 'পিরিত'

রংপুর থেকে | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ২২:৩১

বৈশাখে রংপুরের তরুণ কণ্ঠশিল্পী রব্বানির নতুন গান 'পিরিত'

২০১৪ সালে ইউটিউবে চ্যানেলে প্রথম গান "ভুল বুঝে চলে যাও" এ সহযোগী গায়ক হয়ে গান শুরু করে গানের ভুবনে ঢুকে রংপুরের তরুণ কণ্ঠশিল্পী গোলাম রব্বানী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাকে। একে একে পাঁচটি গান কাভার করে এই তরুণ শিল্পী।

গানের শুরু গল্পটা শুনতে চাইলে রব্বানী প্রতিবেদককে বলেন, অভাবের সংসারে পড়াশুনার পাশাপাশি গান চর্চা করাটা মধ্যবিত্তের সংসারে বড় দায়। কিন্তু ইচ্ছে শক্তি প্রবল থাকায় পড়াশুনার পাশাপাশি গানের ভুবনে কিছু করার চেষ্টা করেছি। তাই মনের ভিতর ঘুমন্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে চলছি এখনও।

নগরীর আশরতপুর কোর্ট পাড়া এলাকার জয়নাল আবেদীনের দুই ছেলে এক মেয়ের মধ্যে বড় সন্তান রব্বানি। রব্বানি বলেন, পরিবারের প্রেরণায় আজও গানকে নিয়ে ভাবি সব সময়। তিনি আরও বলেন,সব সময় চেষ্টা করেছি নিজের একক গান নিয়ে কাজ করার। অবশেষে পহেলা বৈশাখ উপলক্ষে আমার সেই চেষ্টার ফসল "পিরিত" “বঙ্গবৃত্ত এন্টারটেইনমেন্ট" ইউটিউব চ্যানেলে আগামী ৮ এপ্রিল (বৃহস্হতিবার) রাত ১২টায় প্রকাশ পেতে যাচ্ছে। আজাদ রহমানের কথায়, গোলাম রব্বানি ও শরিফ শেখ জি এস এর সুরে পিরিত' গানটি। রাশেদুজ্জামান রাশেদের সংগীতে 'পিরিত' গানটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন জীবন চন্দ্র দাস।

গানটি সম্পর্কে জানতে চাইলে রব্বানি বলেন, ‘দেহে দেহে দেহের মিলন, মনের মিলন নয়, দেহ মনে হলে মিলন পিরিত তারে কয়। আমি খুবই আনন্দিত। এটি আমার গাওয়া প্রথম মৌলিক গান। যেহেতু গানটির কথা ও সুর প্রাঞ্জল সেহেতু গানটি সহজ হবে। তিনি আরও বলেন, বাউল গান হলেও গানটিতে ভিন্নতা রয়েছে। এটি মনোরঞ্জনের জন্য উত্তম একটি গান।’

তিনি আরো বলেন, ‘আশা করছি গানটি শুনে মানুষে মানুষের সম্পর্কের উন্নতি ঘটবে। রব্বানী আরও বলেন, গানটির রেকর্ড ও ভিডিও ধারণ করেছেন বঙ্গবৃত্ত টিম। ধন্যবাদ জানাই বঙ্গবৃত্ত এন্টারটেইনমেন্ট এর সোহাগ রহমত, আমিনুল ইসলাম রকি, শফিকুল ইসলাম ও আশিকুর রহমান ভাইকে গানটিকেবঙ্গবৃত্তের কন্টেন্ট হিসেবে বাছাই করার জন্য। বঙ্গবৃত্ত এন্টারটেইনমেন্ট মানসম্মত কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় পিরিত শিরোনামের এ গানটি। গানটির শুটিং হয়েছে তিস্তা পাড়ের বিভিন্ন স্থানে।’

'পিরিত' গানটির গীতিকার আজাদ রহমান বলেন, এটি একটি বাউল গান । পিরিত বলতে যা বুঝি তাই গানটিতে প্রকাশের প্রয়াশ করেছি মাত্র। গােলাম রব্বানী ও শরিফ শেখ জি এস গানটিতে সুর সংযাগে করেছে। গানটি শুনে মনে হয়েছে সকলের ভালো লাগবে। অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top