এক মাসে রাজস্ব আদায় ৬২ কোটি টাকা
হিলি থেকে | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১, ১৯:২৫
হিলি স্থলবন্দরে মার্চ মাসে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫২২ মেট্রিকটন। যা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৬১ কোটি ৩৪ লাখ ৩১ হাজার টাকা।
মার্চ মাসে এই বন্দরে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫২২ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব আদায় হয়েছে ৬১কোটি ৩৪ লাখ ২১ হাজার টাকা। মার্চ মাসে ভারত থেকে চাল আমদানি হয়েছে ৫৫ হাজার হাজার মেট্রিকটন। রাজস্ব আদায় ৫১ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা। পাথর আমদানি ১ লাখ ৬৩৯ মেট্রিকটন, তা থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ১৪২ টাকা। পেঁয়াজ আমদানি ৭ হাজার ৪২৪ মেট্রিকটন, আর তা থেকে রাজস্ব আদায় ১ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকা।
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, গত অর্থ বছরে ভারত থেকে যে পরিমাণ পণ্যবাহী গাড়ি এই বন্দর প্রবেশ করেছে, চলতি অর্থ বছরেও একি পরিমাণ গাড়ি এসেছে। তবে চলতি অর্থ বছরে সরকার সঠিক ভাব রাজস্ব পেয়েছেন। তাই রাজস্ব আদায় বেশি হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।