অবশেষে চালু হলো নীলফামারী চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন

নীলফামারী থেকে | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ০৩:০৩

অবশেষে চালু হলো নীলফামারী চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন

দীর্ঘ দু’বছর পর অবশেষে চালু হলো নীলফামারীর চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। পানিতে মাত্রাতিরিক্ত আয়রনের উপস্থিতি থাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের পরও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে এতদিন ভবন হস্থান্তর করতে পারিনি গণপুর্ত বিভাগ।

রবিবার (৪ এপ্রিল) বিকেলে নীলফামারীৃ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি থেকে এর কার্যক্রম শুরু করেন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে অপারেশন কার্যক্রম সুচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অহিদুল ইসলাম, দফতরের নীলফামারীর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

জানা যায়, নীলফামারী গণপুর্ত বিভাগ দরপত্র আহ্বান শেষে মেসার্স খাজা বিলকিস রাব্বী ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিগত ২০১৭ সালের ১০ জানুয়ারী দেয়া হয় কার্যাদেশ। ৩৩ শতক জমিতে পুর্নাঙ্গ স্টেশন ভবন নির্মাণে বরাদ্ধ দেয়া হয় ৩ কোটি ২২ লাখ টাকা। এর নির্মাণ কাজ সম্পন্ন হলে ২০১৮ সালের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফায়ার স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে স্থাপিত গভীর নলকুপের পানি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রংপুর জোনাল ল্যাবটেরীতে পরীক্ষা-নীরিক্ষায় মাত্রাতিরিক্ত আয়রনের উপস্থিতি ধরা পড়ে। যা জনস্বাস্থ্য আর পানিবাহী গাড়ীর রিজার্ভার ট্যাংকের জন্য ক্ষতিকর। ফলে শুরু করা যায়নি এর সেবা কার্যক্রম। পরে পানিতে মাত্রাতিরিক্ত আয়রনের সমস্যা সমধান করে প্রস্তুত করা এ ফায়ার সার্ভিস স্টেশন। চিলাহাটি ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক জানান, ভুগর্ভস্থ পানির আয়রণ বেশী থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছিলনা। সেই সমস্যা কাটিয়ে তুলে অপারেশনাল কার্যক্রম শুরু হলো।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top