ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ২১:৩৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও ব্যবসায়ীদের বিক্ষোভ

মহামারি করোনার নিষেধাজ্ঞার মধ্যেও মার্কেট খুলতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে দুই শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন করেন।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, গত বছরের লকডাউনে তাঁরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একারণে এবারের করোনা নিষেধাজ্ঞা তাঁরা মানতে পারছেন না। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আবেদন স্বাস্থ্যবিধি মেনে যেন দোকান খুলে দেওয়া হয়। তাদের দাবি না মানলে সামনে কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান তাঁরা।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top