সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে
৪০জন পেল মেডিকেলে ভর্তির সুযোগ
নীলফামারী থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ০২:৪৬
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি ফলাফল বরাবরই ঈর্ষণীয়। প্রতিবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এখানকার শিক্ষার্থীদের সাফল্য নজরকাড়া।
এবছর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। উপজেলার ১টি প্রতিষ্ঠান থেকে এত সংখ্যক সুযোগ পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সকল শিক্ষানুরাগীরা উচ্ছ্বাসিত। জানা যায়, এবছর এইচএসসি পরীক্ষায় এ কলেজের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটো পাস করেন। তাদের সবাই মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মিফতাহুল জান্নাত বলেন, খুবই আনন্দ লাগছে, ছোটকালের স্বপ্ন যেন বাস্তবায়নের পথে। এ সুযোগ পাওয়ার পেছনে আমাদের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ছিল।
কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বনাম সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় ছিল। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। এবার আমাদের কলেজ থেকে ৪০ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী অবিভাবকসহ সকলের।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।