বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটো ভ্যান চালকের মৃত্যু

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ২০:১২

গোবিন্দগঞ্জে আবারও সড়ক দুর্ঘটনায় সুজন নামে অটো ভ্যান চালকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের মৃত্যুর মিছিল যেন থামছেই না। লকডাউনের চতুর্থ দিনে দুর্ঘটনায় নিহত হল সুজন (২৪)। সে কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের এনছের আলীর ছেলে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ফাঁসিতলা এলাকায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে অটোভ্যান- মিনি পিকআপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটো ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি বেশ ক্ষতি হয়েছে। ঘটনাস্থলেই অটোভ্যান চালক সুজনের মৃত্যু হয়। ট্রাক-পিকআপের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার জন্য দায়ী। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এদিকে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপটি আটক করেছে বলে জানা গেছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top