নতুন ঋণ প্রদানসহ পাঁচ দফা দাবি রাজশাহীর ব্যবসায়ীদের

রাজশাহী থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ২২:৩৭

নতুন ঋণ প্রদানসহ পাঁচ দফা দাবি রাজশাহীর ব্যবসায়ীদের

পূর্বের ঋণ মওকুফ এবং নতুন করে ঋণ প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন রাজশাহীর ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর সাহেব বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- রাজশাহী ব্যবসায়ি সমন্বয় পরিষদের সহ-সভাপতি আলী আসরাফ খোকন। দাবিগুলো হলো- আগামী ঈদুল ফিতরের আগে লকডাউন না দিয়ে এর বিকল্প চিন্তা করা।

প্রয়োজনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জন প্রতিনিধি ও বিভিন্ন মার্কেট বাজার প্রতিনিধির সমন্বয়ে কমিটি করে প্রত্যেক বাজার ও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মনিটরিং করা। ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী কিস্তিতে পরিশোধ যোগ্য ঋণ বিতরণ করা। যা থেকে হবে সর্বনিম্ন ৫ লাখ এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা।

ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীদেরকে অবিলম্বে কোভিড ১৯ টিকার আওতায় আনা, বিগত এক বছরের ব্যাংক ঋণের সুদ মওকুফ করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের চলতি অর্থ বছর অথাৎ ২০২০-২১ এর ভ্যাট ও আয়কর মওকুফ করা।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রাজশাহী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top