সাতক্ষীরায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ২৩:৫৯
সাতক্ষীরায় করোনা টিকার দ্বিতীয় ডোজ এর কার্যক্রম বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের টিকা নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে।
এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সদর হাসপাতালে টিকা গ্রহণ করেছেন। এছাড়া কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাাড. মোস্তফা লুৎফুল্লাহ।
সিভিল সার্জন হুসাইন শাফায়েত জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে আজ সকাল থেকে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কাজ শুরু কয়েছে। একটানা ১২ দিন এ টিকা প্রদান কার্যক্রম চলবে। তিনি আরো জানান, এই টিকা গ্রহণের জন্য প্রতিটি হাসপাতালে ১৬ জন সেবিকা ও ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।