সস্ত্রীক করোনায় আক্রান্ত নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান

নীলফামারী থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ০৩:৩৯

টিকা নিয়েও সস্ত্রীক করোনায় আক্রান্ত  নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানরু টিকা নিয়েও করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তারা দুইজনেই ১১ ফেব্রুয়ারি নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top