বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

সুন্দরগঞ্জে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৯:০৯

সুন্দরগঞ্জে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার সময় ফারুকুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারক ফারুকুল পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

থানা সূত্র জানা যায়, বুধবার উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে সুমন মিয়ার কাছে ফারুকুল ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও টাকা নিয়ে প্রতারণা করেন। এসময় তার আচরণ সন্দেহজনক হলে এলাকাবাসী ফারুকুলকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। এসময় ফারুকুলের সঙ্গী অপর ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী জিহাদ বাবু (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়।এঘটনায় সুমন বাদি হয়ে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ পরিচয়ে প্রতারক ফারুকুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top