বিনামূল্যে উপসি ধান বীজ ও সার বিতরণ
বরগুনা থেকে | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ২২:২৬
বরগুনার আমতলী উপজেলায় স্থানীয় কৃষি অফিসের বাস্তবায়নে বেলা ১১ টায় উপজেলার দুইশত জন কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়।
জানা গেছে, এই মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে (বিরি ৪৮) ধানবীজ ও রাসায়নিক সার সরবরাহ প্রধান কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য উপজেলার দুই হাজার চারশো কৃষকের মাঝে পর্যাক্রমে এই উপকরন বিতরন করা হবে। উপকরণের মধ্যে ছিল ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ২০ কেজি ডিওপি।
উপকরণ বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার- মোঃ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বরগুনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।