কেমিক্যাল দিয়ে পাকানো ৪৯ ক্যারেট আম বিনষ্ট
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ২২:৫৮
সাতক্ষীরার কালিগঞ্জে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে জব্দ ৪৯ ক্যারেট আম বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা মোড়ে পিক-আপের চাকায় পিষে খাওয়ার অনুপযোগী এসব আম বিনষ্ট করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু প্রমূখ।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, কাঁচা আম বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাতকরণের প্রচেষ্টার অভিযোগে স্থানীয়দের সহায়তায় বুধবার রাতে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে মোস্তাক আহম্মেদের বাড়ি থেকে আমগুলো জব্দ করে পুলিশ। তা খাওয়ার অনুপযোগী হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিনষ্ট করা হয়েছে।
অপরদিকে, স্থানীয়রা জানান, মোস্তাকসহ চারজন প্রতি বছর অপরিপক্ব কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করে আসছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাতক্ষীরা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।