রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

লকডাউনের ২য় দিনেও কঠোর অবস্থানে রংপুরের প্রশাসন

রংপুর থেকে | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০০:২২

লকডাউনের ২য় দিনেও কঠোর অবস্থানে রংপুরের প্রশাসন

দ্বিতীয় ধাপে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে রংপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থানের পাশাপাশি পুরো নগরীতে টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের।

সরকারি বিধি নিষেধ মনে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট শপিংমল। বন্ধ রয়েছে যানবাহন চলাচলও। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এছাড়াও রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের দুটি ইউনিট নগরীর গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সড়ক-মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছে।মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ নগরীতে মাইকিংয়ের মাধ্যমে সরকারী নির্দেশনা প্রচারসহ অহেতুক ঘোরাফেরা করা ব্যক্তিদের বাড়িতে ফেরাতে কাজ করেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রংপুর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top