বাঘা থেকে ধান কাটতে এলাকা ছাড়ছেন ২০ হাজার শ্রমিক
রাজশাহী থেকে | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ২৩:৪৫
গত মৌসুমের ন্যায় রাজশাহীর বাঘা থেকে প্রত্যায়ন নিয়ে চলতি মৌসুমেও ধান কাটতে এলাকা ছাড়ছেন প্রায় ২০ হাজার শ্রমিক। চলতি সপ্তাহ থেকে শ্রমিকরা এলাকার বাইরে ধান কাটতে যাওয়া শুরু করেছেন।
করোনা ভাইরাস জনিত কারণে সরকারের দিকনির্দেশনা মেনে ধান কাটতে এলাকার বাইরে যাচ্ছেন এই শ্রমিকরা।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের কাছে থেকে গ্রুপ ভিত্তিক আবেদন করে প্রত্যয়ণপত্র নিয়েছেন শ্রমিকরা। গত মৌসুমে গ্রুপ ভিত্তিক আবেদন করে উপজেলা থেকে প্রায় ১৫/২০ জনের একেকটি দল ধান কাটতে গিয়েছিল প্রায় ২২ হাজার শ্রমিক। চলতি মৌসুমেও ২০ হাজার শ্রমিক পর্যায়ক্রমে ধান কাটতে যাওয়ার জন্য এলাকা ছাড়তে শুরু করেছেন।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে জানা যায়, ৬ হাজার শ্রমিক ইতোমধ্যে আবেদন করে প্রত্যয়ণপত্র নিয়েছেন। করেছেন। এসব শ্রমিকরা ধান কাটতে নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় যাচ্ছেন। শ্রমিকরা ভটভটিসহ বিভিন্ন যানবাহনে যাচ্ছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।