সাতক্ষীরায় মানা হচ্ছেনা লকডাউন
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ২১:৪৫
সাতক্ষীরায় যতই দিন যাচ্ছে ততই লকডাউনের মধ্যে সাধারন মানুষ বিভিন্ন ওজুহাতে বাড়ির বাহিরে বের হচ্ছেন। রবিবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ্য করা গেছে।
এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউন বাজারসহ বিভিন্ন কাঁচামালের ও মাছের বাজার গুলোতে ভিড় ছিল চোখের পড়ার মতো। সেখানে মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব। সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে মোটর সাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যান চলাচল করতে দেখা গেছে। শহরের বিভিন্ন দোকানপাট ও বিপণি গুলো বাইরের দিক থেকে শাটার বন্ধ করে রাখলেও অনেকেই আবার এক শাটার খুলে বেচাকেনা করতে দেখা গেছে।
তবে, ভ্রাম্যমান আদালত টিম তাদের চোখে পড়লেই শাটার গুলোসব সাথে সাথেই বন্ধ করে দেয়া হচ্ছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে অনেকেরই আবার জরিমানা করা হচ্ছে। এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৪ ঘন্টায় ৩৪ টি মামলায় ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাতক্ষীরা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।