রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রংপুরে অবৈধ ঔষুধ রাখার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা

রংপুর থেকে | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ২২:০৩

রংপুরে অবৈধ ঔষুধ রাখার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা

রংপুর নগরীর মুলাটোল পাকারমাথা এলাকায় মাহিন এন্টারপ্রাইজ নামে এক কোম্পানিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে তিয়ানশি বাংলাদেশ নামের একটি কোম্পানি ম্যানেজারকে অবৈধ বিদেশি ঔষুধ ও মেডিকেল সামগ্রী রাখার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, অনুমোদনহীন বিদেশি ঔষধ ও মেডিকেল সামগ্রী অবৈধ মেডিকেল সামগ্রী যা মানুষের দেহের ক্ষতিকারক।

তিনি আরো জানান, দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছে সাধারণ মানুষের সাথে মাহিন এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানি।গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মুলাটোল এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অবৈধ মেডিকেল সামগ্রী ও ঔষধ জব্দসহ কোম্পানির ম্যানেজার শাহিন আলম কে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই কোম্পানিটি। তবে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রতারক চক্র এবং কোম্পানির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন তারা।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রংপুর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top