শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জাটকা বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ২৩:১৮

মাদারীপুরের কালকিনিতে জাটকা বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৫ অসাধু ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে কালকিনির মিয়ারহাটে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলো, কোমর বেপারী, মো. সজিব সরদার, শিপন বেপারী, কালাম সরদার, পারভেজ সরদার। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালকিনির মিয়ারহাটের পাইকারি মাছের আড়কে জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় সেখান থেকে হাতেনাতে আটক করা হয় ৫ অসাধু ব্যবসায়ীকে। পাশাপাশি এক হাজার পাঁচশ’ কেজি জাটকা জব্দ করা হয়। আটক ৫ ব্যবসায়ী প্রত্যেককে জাটকা বিক্রির দায়ে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদি হাসান।

এছাড়া জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়েছে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদী হাসান জানান, জাটকা বিক্রির দায়ে ৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top