সুনামগঞ্জরে দোয়ারাবাজারে ৫০ বছরের ভোগদখলীয়

জমি থেকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ২৩:৪৭

সুনামগঞ্জরে দোয়ারাবাজারে ৫০ বছরের ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া বাজারে নিজস্ব ভোগদখলীয় জমি থেকে বড়বোনকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বোন ও বোন জামাই। মঙ্গলবার দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়াস্থ নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আমিনা খাতুন জানান, বাশতলা চৌধুরীপাড়া গ্রামে ১৯৭৪ সাল বাশতলা মৌজায় সরকারী খাস খতিয়ানের ২ একর ৬০ শতক ভূমির উপর ঘর বাড়ী তৈরি করে ৪৮ বছর ধরে ভোগাধিকারে আছেন। গেল সটেলেমন্টে সরকারী খতিয়ান ভুক্তটি দখলকার হিসেবে আমিনা খাতুন গংদরে নাম র্অন্তভুক্তি করা হয়েছে।

বর্তমানে জায়গাটিতে বাজার গড়ে উঠায় আমিনা খাতুনরে সৎ ভাই জহরিুল ইসলাম জুলহাস গংরা জোরামুলে বড় বোনকে উচ্ছেদ করার পায়তারা করছে। এ ১০ র্মাচ উভয় পক্ষরে মধ্যে সংর্ঘষরে ঘটনা ঘটেছিল। আমিনা খাতুন সৎ ভাই জহরিুল ইসলাম জুলহাস সহ ৪জনরে নাম উল্লখে করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলওে রহস্যজনক কারণে পুলিশ কোন প্রতিকার নিচ্ছেন না বলেও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচার দাবী করেন।

জুলহাস গংদরে নামে কোন কাগজপত্র কিংবা দখল না থাকলওে ক্ষমতার অপব্যবহার করে উচ্ছেদের পায়তারা করছে। তবে অভিযুক্ত জুলহাস সকল অভিযোগ অস্বীকার করেছেন। থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে ওসি মুহাম্মদ নাজির আলম বলেন, লকডাউনের কারণে অভিযোগটির তদন্ত করার সুযোগ পাইনি। তবে দ্রুত এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top