নীলফামারীতে কুড়ের ঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নীলফামারী থেকে | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ০১:২৮

নীলফামারীতে কুড়ের ঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নীলফামারীর ডোমারে ভিখারির কুড়ের ঘরে আগুনে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে সন্ন্যাসী মন্দির সংলগ্ন এলাকায় ওই কুড়ে ঘরে আগুন লাগে। এ সময় ঘরে থাকা ভিক্ষুক জাবেদা খাতুন (৬৫) পুড়ে মারা যান।

খবর দিলে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শাহাজান আলীর নেতৃত্বে ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, ওই ভিক্ষুক সেখানে একটি কুড়ের ঘর বানিয়ে দীর্ঘ ১৫ বছর থেকে বসবাস করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top