মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

হাকিমপুরের পল্লী এলাকায় বজ্রপাতে পানের বরজ পুড়েছে

হিলি থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ২৩:৫৫

হাকিমপুরের পল্লী এলাকায় বজ্রপাতে পানের বরজ পুড়েছে

হাকিমপুরের পল্লী এলাকায় বজ্রপাতে পানের বরজ পুড়েছে

দিনাজপুরের হাকিমপুরে বজ্রপাতে পানের বরজে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ শতাংশ পান পুড়ে ছাই। বুধবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার নয়ানগর গ্রামের পার্শ্বে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

পানের বরজের মালিক ছানোয়ার হোসেন বলেন,গতকাল বুধবার রাতে নিজ বাড়িতে শুয়েছিলাম। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পায় আমার পানের বরজে আগুন জ্বলছে। তাদের চিৎকার শুনে আমি বাড়ি থেকে বরজে চলে আসি এবং প্রতিবেশীদের সহায়তায় খুব দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আমার বরজের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পান পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী কাওসার আলী বলেন, রাতে হঠাৎ করে পানের বরজে অগ্নিকাণ্ডের চিৎকার শুনতে পাই।আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সঙ্গে আমিও পানি দিয়ে সহায়তা করি। বজ্রপাতের কারণেই অগ্নিকান্ডের এই ঘটনা ঘটেছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top