হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০০:০৩
জুতা ব্যবসায়ী হাসান হত্যার বিচার দাবিতে গঠিত "হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ " গাইবান্ধা এর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ শে এপ্রিল বেলা ১২টায় জেলা জাসদ কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধার সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসাদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা সিপিবি’র সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মিলন সরকার, বাসদ মার্কসবাদী’র জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ, জাতীয় পার্টির নেতা রেজাউন্নবী রাজু, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সংগঠক মৃণাল কান্তি, গাইবান্ধা সাংমাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন ,হাসান আলী হত্যার ঘটনায় অভিযুক্ত ওসি (তদন্ত) ও পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করলেই হবে না, তাদের গ্রেফতার করতে হবে । যদি এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় তাহলে তা কঠোরভাবে দমন করা হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।